Saturday, March 2, 2024

সমকামিতাদের পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ডের উপর স্থগিতাদেশ রাখল ব্রুনেই!!

দক্ষিণ-পূর্ব এশিয়ার ছোট্ট একটি দেশ ব্রুনেই। মাত্র মাসখানেক আগেই আইন প্রচলন করেছিল সমকামিতার শাস্তি হচ্ছে পাথর ছুড়ে মারা।যা বিশ্ব জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।এবং বিভিন্ন সেলিব্রিটিদের প্রতিবাদ এবং দেশটিকে নিষিদ্ধ করার ঘোষণা করার পর, দেশের সুলতান হাসানুল বলকিয়া আইনটির উপর সাময়িকভাবে স্থগিত রাখেন।তবে দেশটি তে সমকামিতা আগে থেকে নিষিদ্ধ থাকলেও এর শাস্তি ছিল 10 বছরের কারাদণ্ড।গত মাসে দেশটি ঘোষণা করেছিল ইসলামী আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। তবে ১৯৫৭ সালের পর দেশে কোন মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি।

দেশটির নতুন আইনে আরও যা বলা রয়েছে:-

1.নবী মুহাম্মদের কোনরকম অবমাননা করা বা খাদ্যে কোন প্রকার ভেজাল মেশানো,ধর্ষণ সহ কিছু অপরাধের সর্বোচ্চ শাস্তি  মৃত্যুদণ্ড।

2.সমকামীদের জন্য 40 টি বেত্রাঘাত বা সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড।

3.চুরি করার অপরাধ হিসাবে হাত কেটে নেওয়া।

তবে এই আইন গুলি নিয়ে বিশ্বজুড়ে তীব্র নিন্দা রয়েছে এবং জাতিসংঘ বলেন যে এগুলি মানবতা বিরোধী আইন

No comments:

Post a Comment